নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদি একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।”
চুক্তি স্বাক্ষরের আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পিট হেগসেথ। বৈঠকে উভয় দেশ প্রতিরক্ষা উৎপাদন, সাইবার নিরাপত্তা ও সামরিক প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়।
এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভারত ইন্দো–প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদার ও চীনের প্রভাব মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স