প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেনিয়ায় বিমান বিধ্বস্ত: সব আরোহীর নিহত হওয়ার আশঙ্কা

ছবিঃ সংগ্রহীত।

নিউজ ডেস্কঃ 

আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় এলাকা দিয়ানি থেকে উড্ডয়ন করা একটি ছোট যাত্রীবাহী বিমান মাসাই মারা ন্যাশনাল পার্কের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (কেসিএএ) বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। পথে সেটি দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে কেসিএএ জানায়, বিমানটিতে মোট ১২ জন আরোহী ছিলেন এবং দুর্ঘটনার কারণ জানতে বিভিন্ন সরকারি সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে, গত আগস্টে কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তে ছয়জন নিহত ও দুজন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়