প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীনের হুঁশিয়ারি: ‘আমরা ভয় পাই না’

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চীন পিছু হটবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বেইজিং।

রোববার (১২ অক্টোবর) চীনের বাণিজ্য মন্ত্রণালয় অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, “চীনের অবস্থান অবিচল। আমরা শুল্ক যুদ্ধ চাই না, তবে আমরা এর ভয়ও পাই না।”

ট্রাম্প ১ নভেম্বরের মধ্যে চীন থেকে আমদানির ওপর শুল্ক বৃদ্ধির হুমকি দেওয়ার দুই দিন পরই এ প্রতিক্রিয়া জানায় চীন।

এর আগে ‘বিরল মৃত্তিকা’ রপ্তানির ওপর চীনের নতুন নিষেধাজ্ঞার জবাবে ট্রাম্প ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। বিরল মৃত্তিকা সামরিক সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এসব পদক্ষেপে ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক ব্যাহত হতে পারে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, “যদি মার্কিন পক্ষ একগুঁয়েমিপূর্ণভাবে তার অবস্থানে অনড় থাকে, তাহলে চীন বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে।”

উল্লেখ্য, বিশ্বের বিরল মৃত্তিকা খনির ৭০ শতাংশ এবং প্রক্রিয়াকরণের ৯০ শতাংশ বর্তমানে চীনের নিয়ন্ত্রণে রয়েছে, যা বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলে বেইজিংকে শক্ত অবস্থানে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়