প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবামার নোবেল প্রাপ্তিতে ট্রাম্পের সমালোচনা: “কিছু না করেই পুরস্কার পেয়েছিলেন তিনি”

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিকে ‘অযৌক্তিক’ বলে তীব্র সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ওবামা তার দায়িত্বের কয়েক মাসের মধ্যেই কিছুই না করেই নোবেল পুরস্কার পেয়েছিলেন। এমনকি তিনি নিজেও জানতেন না কেন পুরস্কারটি তাকে দেওয়া হয়েছে।”

ট্রাম্প অভিযোগ করে বলেন, “নোবেল কমিটি ওবামাকে পুরস্কার দিয়েছিল আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছু না করার জন্য।”

২০০৯ সালে দায়িত্ব নেওয়ার মাত্র আট মাস পরই ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়, যা সে সময় বিশ্বজুড়ে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছিল।

অন্যদিকে, নিজেকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে অগ্রগামী দাবি করে ট্রাম্প বলেন, “আমি গাজায় শান্তি প্রতিষ্ঠা করেছি এবং আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। আমি এসব করেছি পুরস্কারের জন্য নয়, বরং অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য।”

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়