প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

মাসুম বিল্লাহ:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে ভয়াবহ বন্দুক হামলায় বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে, যিনি পরে নিজেই আত্মঘাতী হন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে, নিউইয়র্কের বিখ্যাত পার্ক অ্যাভিনিউর ৩৪৫ নম্বর ভবনে। সেখানে গুলির শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ভবনে ব্ল্যাকস্টোন, কেপিএমজি ও এনএফএল-এর মতো বিশাল কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কার্যালয় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ফ্লোর থেকে ফ্লোরে গিয়ে গুলি চালাচ্ছিল। পরে পুলিশ এসে ভবনটি ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান চালায়।

নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম এনওয়াইপিডির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী এবং ব্রঙ্কসের ৪৭তম প্রিসিনক্টে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি দায়িত্বে না থাকলেও, নিরাপত্তারক্ষী হিসেবে ভবনটিতে কাজ করছিলেন এবং এনওয়াইপিডির ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, “দিদারুল ইসলাম নিউইয়র্কবাসীর সুরক্ষা নিশ্চিত করতে সদা সচেষ্ট ছিলেন। তিনি একজন সৎ, ধর্মভীরু ও দায়িত্বশীল মানুষ ছিলেন। তাঁর এই আত্মত্যাগ আমরা চিরকাল স্মরণ রাখব।”

মেয়র আরও জানান, দিদারুলের স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এবং তাঁদের দুটি সন্তান রয়েছে। তাঁদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেয়র ও পুলিশ বিভাগ।

ঘাতক বন্দুকধারীর নাম শেইন তামুরা (২৭)। পুলিশ ধারণা করছে, তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। হামলার পর তিনি ভবনের ভেতরে লুকিয়ে থাকেন এবং পরে ৩৩তলায় নিজেই গুলি করে আত্মহত্যা করেন।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, “ঘটনা এখন নিয়ন্ত্রণে। বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। তদন্ত চলছে।”

এই ঘটনায় নিউইয়র্ক শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবনটিতে কর্মরত অন্যান্য লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়