মাইদুল হক মিকুঃ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে একযোগে চিঠি দিয়েছেন দেশটির ১৪ জন মন্ত্রী। তারা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন। এই আহ্বান জানানো হয় ২ জুলাই, বুধবার।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, এই চিঠি পরে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এতে বলা হয়, পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগ করা দরকার। উল্লেখ্য, ২৭ জুলাই নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) বর্তমান অধিবেশন শেষ হবে।
চিঠিতে আরও বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার সম্ভাবনা থাকায় এখনই এই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। তাদের মতে, কিছু অংশে অধিকার স্বীকার করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের চেষ্টা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের মধ্যে প্রতিরক্ষা, বিচার, যোগাযোগ, জ্বালানি, কৃষি, পর্যটন, শিক্ষা ও অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা রয়েছেন।
অন্যদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীর ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তারা সতর্ক করে দিয়েছে, পশ্চিম তীর সংযুক্তির চেষ্টা হলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।