
মাসুম বিল্লাহঃ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি নিয়ে মন্তব্য করতে একেবারে অনিচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, একদমই না।” তবে তিনি এটুকু বলেন যে, ইরানে রাজনৈতিক জটিলতা সত্ত্বেও দেশটির জনগণ তাদের নেতৃত্বের পাশে রয়েছেন।
সেন্ট পিটার্সবার্গে রুশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন পুতিন। ওই সময় একজন সাংবাদিক খামেনিকে হত্যার হুমকি নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানীয় নেতার পরিণতির সঙ্গে সাদ্দাম হোসেনের পরিণতির তুলনা করেছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ওয়াশিংটন জানে খামেনি কোথায় আছেন, তবে এখনই তাকে হত্যা করার কোনো পরিকল্পনা নেই।
এই প্রেক্ষাপটে পুতিন বলেন, “আমরা দেখতে পাচ্ছি—সব জটিলতার মধ্যেও ইরানের জনগণ তাদের নেতাদের পাশে আছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নেতৃত্বে আস্থা রাখছে।”
এছাড়া ইরান সরকারের পতন ঘটানোর বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কতটা সফল হবে— এমন প্রশ্নে পুতিন বলেন, ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা। কিন্তু তারা এখনও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস করতে পারেনি। সেগুলো অক্ষতই রয়েছে।
সব পক্ষকে সহিংসতা পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়ে পুতিন বলেন, “আমার মতে, যদি সব পক্ষ সদিচ্ছা দেখায়, তাহলে সমাধান সম্ভব।”