
আন্তর্জাতিক ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। সোমবার (১৬ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৩ জুন থেকে ইরানের ছোড়া ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েল।
এই হামলায় অন্তত ৩০টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে।
সরকারিভাবে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এই হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৯২ জন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
ইরানের পক্ষ থেকে এই হামলাকে 'প্রতিশোধমূলক' বলা হয়েছে। ইসরায়েল সম্প্রতি ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পরই তেহরান এই পাল্টা জবাব দেয়।
বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও নষ্ট করতে পারে এবং বড় ধরনের যুদ্ধের ঝুঁকি বাড়ছে।