প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিকিমে ভূমিধসে ৩ ভারতীয় সেনার মৃত্যু, নিখোঁজ ৬

মাসুম বিল্লাহঃ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য সিকিমে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন দেশটির তিন সেনা সদস্য। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ছয় সেনা। সোমবার (২ জুন) ভারতীয় সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে।

রবিবার সন্ধ্যায় নেপাল ও চীনের সীমান্তবর্তী এই রাজ্যে টানা ভারি বৃষ্টির পর ভূমিধস শুরু হয়। এতে একটি সেনা শিবির মাটিচাপা পড়ে। সেনাবাহিনী জানিয়েছে, ওই সময় শিবিরে দায়িত্ব পালন করছিলেন বেশ কয়েকজন সেনাসদস্য।

সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিশাল মাটির স্তূপে একটি ভবন অর্ধেক ডুবে গেছে। পাহাড়ের ঢালে তৈরি হয়েছে বড়সড় কাদামাটির স্তূপ। উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত ও দুর্গম এলাকা।

গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। সিকিমসহ এই অঞ্চলে বর্ষা মৌসুমে প্রায়ই ভূমিধস ও বন্যা দেখা যায়, যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই বাড়ছে। তবে উষ্ণায়নের কারণে বর্ষার আচরণে কী ধরনের পরিবর্তন আসছে, সে বিষয়ে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়