প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ লাখ ৭০ হাজারের বেশি হজযাত্রীকে ফিরিয়ে দিল সৌদি আরব

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

চলতি হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করা ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জন ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। দেশটির হজ কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি কর্মকর্তারা জানান, গত বছর হজের সময় তীব্র তাপদাহ ও অতিরিক্ত জনসমাগমের কারণে প্রায় ১,৩০০ হজযাত্রীর মৃত্যু হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার হজে অংশগ্রহণের অনুমতি ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

হজে অংশ নিতে হলে সরকারি অনুমতি ও নির্ধারিত ভিসা থাকা বাধ্যতামূলক। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ৫,০০০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে, যা সৌদি নাগরিকদের জন্যও প্রযোজ্য। ইতোমধ্যে ২৩ হাজারের বেশি সৌদি নাগরিককে জরিমানা করা হয়েছে এবং ৪০০টি হজ-সংশ্লিষ্ট কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

বর্তমানে প্রায় ১৪ লাখ অনুমতিপ্রাপ্ত হজযাত্রী মক্কায় অবস্থান করছেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, হাজীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সিভিল ডিফেন্স বাহিনী এবার প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে। এসব ড্রোন নজরদারি ও জরুরি পরিস্থিতিতে যেমন আগুন নেভানোর কাজেও ব্যবহৃত হবে।

প্রতিবছর জিলহজ মাসে অনুষ্ঠিত হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ অংশ নেন। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যার নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়