
মোঃ হাফিজুর রহমান, গাজীপুর
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুন রবিবার সকালে মহানগরের অন্তর্গত কাজী আজিমউদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী ইবনে সিনা তোহা
আহাব্বায়ক, কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রদল,
মোঃ শাহারিয়ার মোরশেদ ফাহিম, যুগ্ন আহ্বায়ক কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রদল, মোঃ রাশেদুল ইসলাম যুগ্ন আহ্বায়ক , মোঃ শামীম হোসেন সোহাগ, কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রদল, নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্রসমাজ। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনে এ উদ্যোগকে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করেন।