মোঃ এনামুল হক আরিফ, ব্যুরো চিফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন স্থানে নতুন করে ঘরে উঠা ‘ নির্মাণাধীন বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না পৌর আইন , অনুমোদন বিহীন , মনগরা চিন্তা চেতনা যত্র তত্র গরে উঠছে নামে বেনামে অফিস ও বাসস্থান , পরিবেশ সংরক্ষণ ও আইন না মেনে এই সব স্থাপনা নির্মাণের কারনে হুমকির সম্মুখীন হচ্ছে আশপাশের বসত বাড়ি ও সল্প রাস্তার কারনে যে কোন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলে কোন ধরনের অগ্নি সংযোগ ঘটলে এক সাথে শত শত মানুষের প্রানহানী ঘটার সম্ভাবনা রয়েছে , তাই অতিসত্বর এই সব স্থাপনা নির্মাণে পৌরসভার ও প্রশাসনের ভুমিকা না রাখলে যে কোন সময় হতে পারে বড় ধরনের ক্ষতি , পৌরসভার আইন অনুযায়ী যদি কোন এলাকায় ৪ তলা থেকে ৫ তলার অনুমোদন দিতে হয় তাহলে অবশ্যই উক্ত বিল্ডিং এর প্রবেশের রাস্তা নিম্নে ১৫ ফুট প্রশস্ত হওয়া জরুরি কারণ যদি কখনো ইলেকট্রিক শর্টসার্কিট অথবা প্রাকৃতিক গোলযোগপূর্ণ কারণে অগ্নিকুণ্ড ঘটে তাহলে অন্তত ফায়ার ব্রিগেডের গাড়ি যেন আগুন নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য বিল্ডিং এর রাস্তা প্রশস্ত অত্যাভশোকীয় ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রতিপক্ষ এই বিষয়গুলো সরেজমিনে তদন্ত না করে অনায়াসে ৫ তলা, ৬ তলার অনুমোদন দিয়ে যাচ্ছে যাহা পরিবেশের এবং জান মালের অত্যন্ত ক্ষয়ক্ষতির একটি প্রধান কারণ। সম্প্রতি সরজমিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যুরো চিফ এবং পরিবেশ সংরক্ষণ মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক আরিফ এ বিষয়ে অভিযোগ পেয়ে , ব্রাহ্মণবাডিয়ার মুন্সেফ পাড়া ৩ নং ওয়াডের বাসিন্দা মোঃ ..মুন্না ... তার নির্মাণাধীন বাড়িডে গিয়ে দেখা যায় তার বাড়ি নির্মাণে পৌরসভার আইন অনুযায়ী নিয়ম মানা হয়নি, রাস্তা ১৫ফুট থাকার কথা থাকলেও ১০ ফুট বাড়ির সামনে ৫ ফুট খালি যায়গা থাকার কথা থাকলেও তা রাখা হয়নি বাড়ির তিন পাশে রাস্তা ৩ ফুট ৭ ইন্চি থাকার কথা থাকলেও যথা ক্রমে পূর্ব দিকে ২ফুন উঃ পাষে ৭ইন্চি দক্ষিণ পাশে ১ফুট ৫ইন্চি ও সামনে ৫ ফুট খালি থাকার কথা থাকলেও কোন জায়গাই রাখা হয়নি ।
এ বিষয়ে স্থানীয় প্রতিবেশীদের কাছে জানতে চাইলে তারা বলেন , এবিষয়ে কথাবলার সাহস কারোই নাই স্থানিয় বিগত দিনের ফেসিষ্ট সরকারের রাজনৈতিক প্রভাবের কারনে কেউ কথা বলতে সাহস করেনি তাই নিয়ম না মেনে এমনটি করার সাহস পেয়েছে , সবাই এর প্রতিকার ও প্রতিরোধ চায় , এ বিষয়ে পরিবেশ /ও পৌর সভায় লিখিত আবেদন করার ভিত্তিতে কার্যক্রম বন্ধ করবেন বলে আমাদের প্রতিনিধির কে জানান ।