কে,এম সুজন
নিজেদের পছন্দের প্রতীক ‘শাপলা’ না পেয়ে শেষ পর্যন্ত ‘শাপলা কলি’ প্রতীক নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।
এর আগে এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন,
“আমরা বরাবরই বলে আসছি, এনসিপি শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন। শাপলা নিয়ে আমরা একবিন্দু ছাড় দিতে চাই না।”
তবে শেষ পর্যন্ত ইসির সঙ্গে আলোচনার পর বাস্তবতার প্রেক্ষিতে দলটি ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এনসিপি নেতা আরও বলেন, “দলের ঐক্য ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে প্রতীক নিয়ে আর কোনো জটিলতা চায় না এনসিপি। আমরা জনগণের ভোটে অংশ নিতে প্রস্তুত।”নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকের এক প্রশ্নে বলেন বিএনপি যদি দুর্নীতি মারামারি কাটাকাটি খানাখানি বন্ধ করে তাহলে তাদের সাথে জুটে সিদ্ধান্ত হতে পারে, একটি দল অলরেডি মসজিদ গুলোকে দখল করে ফেলতেছে