কে এম সুজন:
নির্বাচন চলাকালীন সময়ে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের দ্রুত মোকাবিলায় গঠিত সেলকে ২৪ ঘণ্টা কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “গভীর রাতেও অনেক কিছু ঘটতে পারে, তাই ভুল তথ্যের প্রতিকার দ্রুত নিশ্চিত করতে এই সেলকে সার্বক্ষণিকভাবে সক্রিয় থাকতে হবে।”
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত “নির্বাচনি প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “ফ্যাক্ট চেকিংয়ের পদ্ধতি, জনবল ও সংস্থার ভূমিকা স্পষ্ট করতে হবে। কত দ্রুত তথ্য যাচাই করা যাবে এবং কোন সংস্থা এর সঙ্গে যুক্ত থাকবে—সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা জরুরি।”
তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার এখন বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। একজন ডাক্তার যেমন এটি ব্যবহার করতে পারেন, তেমনি একজন অপরাধীও ব্যবহার করতে পারে। তাই জাতীয় নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে নির্বাচনি প্রক্রিয়ার সঙ্গে প্রযুক্তি ব্যবস্থাপনাকে যুক্ত করা হচ্ছে।”
পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে মিথ্যা তথ্য ছড়ানোর ঝুঁকি সম্পর্কে তিনি বলেন, “দুর্গম বা উপকূলীয় এলাকা থেকে মিথ্যা তথ্য আসতে পারে। এসব অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় সেলের সরাসরি সংযোগ নিশ্চিত করতে হবে।”
কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, “আমি নীতিগত নয়, বাস্তবায়নযোগ্য পরামর্শ চাই। প্রত্যন্ত অঞ্চলে কারা আমাদের সঙ্গে কাজ করবে, তাদের যোগ্যতা ও দায়িত্ব কী হবে—এসব বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব দিতে হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশসমূহ নির্বাচনি প্রক্রিয়ায় মিথ্যা তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং নির্বাচন কমিশনকে আরও সুসংগঠিত পথে এগিয়ে নিতে সহায়ক হবে।