
কে এম সুজনঃ
নির্বাচন কমিশন (ইসি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদে কর্মরত চার কর্মকর্তাকে বদলি করেছে। রোববার (১ জুলাই) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী—
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার-কে বদলি করে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম-কে বদলি করে আনা হয়েছে কুমিল্লায়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. ফরিদুল ইসলাম-কে বদলি করে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্বে থাকা) মো. রফিকুল ইসলাম-কে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে।
এছাড়াও, প্রজ্ঞাপনে জানানো হয় যে, রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন-এর ২২ জুন দেওয়া বদলির আদেশ স্থগিত করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে ইসি। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হন, তবে ৮ জুলাই থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।