প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটেক ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি জাফরি, সাধারণ সম্পাদক আকিব

 মো: তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি 

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রামের অন্যতম ক্যারিয়ার উন্নয়নমূলক সংগঠন সিটেক ক্যারিয়ার ক্লাব ২০২৫–২৬ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। নতুন কমিটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন মো. জাফরি হাসান শোভন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন আকিবুর রশিদ।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. জাফরি হাসান শোভন বলেন, “সিটেক ক্যারিয়ার ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া শুধু একটি স্বীকৃতি নয়—এটি শিক্ষার্থীদের সফলতা ও বিকাশের প্রতি এক প্রতিশ্রুতি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা, দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলা, যাতে তারা দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের জায়গা করে নিতে পারে। আমরা উদ্ভাবন, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং শিল্প-সংযোগের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে কাজ করব।”

অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকিবুর রশিদ বলেন, “এই পদ আমার জন্য শুধু একটি দায়িত্ব নয়—এটি আস্থার প্রতীক এবং নতুন যাত্রার সূচনা। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে জ্ঞান, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব সমানভাবে বিকশিত হবে। বাস্তবমুখী শিখন, গবেষণামূলক মনোভাব এবং দলগত নেতৃত্বের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রস্তুত করব ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায়।”

নতুন নেতৃত্বের অঙ্গীকার, সিটেক ক্যারিয়ার ক্লাবকে শুধু একটি সংগঠন নয় বরং একটি শিখনভিত্তিক পরিবারে রূপান্তর করা, যেখানে শিক্ষার্থীরা একে অপরকে সহযোগিতা করে সৃজনশীলতা ও নেতৃত্বের মাধ্যমে নিজেদের এবং সমাজকে এগিয়ে নেবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সেশনে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, ক্যারিয়ার আলোচনাসভা, শিল্প-সংযোগ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়