প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা উপদেষ্টা দেশে ফিরলে ভর্তি ও ক্লাস কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন প্রশাসন

ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা ভর্তি ও ক্লাস শুরুর দাবিতে টানা দুই দিন ধরে চলা অনশন কর্মসূচি স্থগিত করেছেন। বৃহস্পতিবার বিকেলের পর ঢাকা কলেজের অধ্যক্ষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা অনশন ভাঙেন।

ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন , শিক্ষা উপদেষ্টা ৫ থেকে ১০ তারিখের মধ্যে দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার পরই অন্তর্বর্তীকালীন প্রশাসন মিটিং করে ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি ও ক্লাস কার্যক্রম দ্রুত শুরু করার পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, বুধবার সকাল থেকে ঢাকা কলেজ ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় তারা অনিশ্চয়তায় রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়