ইবি প্রতিনিধি:
সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৩টায় আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়ক অবরোধ করেন তারা। পরে কুষ্টিয়া জেলা প্রশাসক এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টার দিকে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা।
এসময় তারা বলেন, ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণফাঁদে পরিনত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছে। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা দুই জেলার প্রশাসনকে বাধ্য করে আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিতে চাই। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এদিকে সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা। তারা বলেন, এরমকম হুটহাট রাস্তা আটকে দিলে দূরের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আমরাও এই সড়ক সংস্কার চাই কিন্তু অবরোধের কথা আমাদের আগেই জানিয়ে দিলে আমরা এই সড়কে আসতাম না।
কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ভোগান্তি নিরসনে আমরা এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবো। এছাড়া নিয়মিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপডেট জানাবো।