প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক পদ ছাড়ছেন ঢাকা কলেজ অধ্যক্ষ"

নিজস্ব প্রতিনিধি, 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস মঙ্গলবার (১৫ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশন এক জরুরি সভা আহ্বান করে। সভায় উপস্থিত সদস্যরা কলেজের সম্মানিত শিক্ষক ও নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন।

সভায় আলোচনার এক পর্যায়ে সদস্যরা প্রশাসক হিসেবে অধ্যাপক এ. কে. এম. ইলিয়াসকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মান মহিউদ্দিন আল মাহমুদ পেশেন এবং সদস্য সচিব ড. মো. মজিবুর রহমান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেবেন এবং ঘোষণা দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়