প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রার ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি | ঢাকা | ১২ অক্টোবর ২০২৫

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা আগামী সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে শিক্ষা ভবন অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে।

সাধারণ শিক্ষার্থী সমন্বিত সাত কলেজ রূপান্তর আন্দোলন শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষা মন্ত্রণালয় প্রণীত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫” এর খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে পক্ষে–বিপক্ষে আলোচনা চলছে। তবে শিক্ষার্থীদের প্রধান দাবি এখন দ্রুত অধ্যাদেশ জারি করা।

সংগঠনের নেতারা বলেন, গত ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় খসড়া আইন নিয়ে সকল অংশীজনের মতামত গ্রহণ করেছে। সূত্রে জানা গেছে, অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত সমাধান দেওয়া হবে। তবে অতীতে বিশ্ববিদ্যালয় গঠন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের ধীরগতির কারণে শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছে।

আন্দোলনের আহ্বায়ক মো. নাঈম হাওলাদার এক বিবৃতিতে বলেন,

“বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক না কেন, অংশীজনদের দেওয়া মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে। আমরা আর কোনো কালক্ষেপণ চাই না। অধ্যাদেশ জারির দিনক্ষণ না জানালে শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই পড়ার টেবিলে ফিরবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও প্রশাসনিক রূপরেখা দ্রুত চূড়ান্ত করার দাবি জানাচ্ছে। একই সঙ্গে তারা জানায়, শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি পালন করা হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের দাবি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা হবে।

আগামী ১৩ অক্টোবর সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে, আব্দুল গণি রোড সংলগ্ন শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা এই পদযাত্রা কর্মসূচি পালন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়