প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা কর্মসূচি ঘোষণা

শরীফুল ইসলাম,জাককানইবি প্রতিনিধি :

ঐতিহাসিক জুলাই-আগস্ট-২৪ অভ্যুত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহিদদের স্মরণ, অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা এবং নবীন প্রজন্মের কাছে এর ইতিহাস পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দোয়া, গণ-স্বাক্ষর, তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

প্রকাশিত সূচি অনুযায়ী, ১ জুলাই মসজিদ ও মন্দিরে শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। ৭ জুলাই বেলা ১১টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হবে, যা ১ আগস্ট পর্যন্ত চলবে। 

কর্মসূচির অংশ হিসেবে ১৪ জুলাই সন্ধ্যা ৫:৩০ মিনিটে জয়ধ্বনি মঞ্চে অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হবে। ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কালো ব্যাজ ধারণ করবেন এবং ঐদিন সকাল ১০টায় ত্রিশালের শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। 

১৭ জুলাই বেলা ১১টায় 'গাহী সাম্যের গান মঞ্চ'-এ অনুষ্ঠিত হবে 'জুলাই স্মরণ' শীর্ষক অনুষ্ঠান। এছাড়া ২২ জুলাই লাইব্রেরি ভবনের সামনে 'জুলাই ৩৬ কর্নার' এবং ২৩ জুলাই নতুন প্রশাসনিক ভবনের সামনে গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধন করা হবে। 

২৪ জুলাই সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে 'Global solidarity' শিরোনামে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে দেশ-বিদেশের সামাজিক মাধ্যমে যারা ইতিবাচক ভূমিকা রেখেছিলেন, তাদের কার্যক্রম তুলে ধরা হবে। একই দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। 

মাসব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটবে ৫ আগস্ট। সেদিন শহিদদের জন্য কেন্দ্রীয় মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনার পর বিকাল ৩টায় 'গাহী সাম্যের গান মঞ্চ' থেকে বিজয় র‍্যালি বের করা হবে। র‍্যালি শেষে আলোচনা সভা, বিতর্ক, গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী ঘোষিত এই অনুষ্ঠানসূচিতে সংযোজন বা বিয়োজন হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়