প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ১০:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন দিয়ে হলেও রাকসু বাস্তবায়ন করবো: শিবির সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: 

"নিজের জীবন দিয়ে হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করবো" বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখার শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ। 

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আয়োজিত ক্যাম্পাস সংস্কার ও রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে 'স্টুডেন্ট সলিডারিটি' প্রোগ্রামে এমন মন্তব্য করেন তিনি। 

এসময় তিনি বলেন, গত ৩১ বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, কেউ আমাদের কথা রাখেনি। আমাদের কথা রাখা হলে জুলাই বিপ্লবের আওয়ামী প্রশাসনকে সরিয়ে যে নতুন প্রশাসন এসেছে তারা ছাত্রদের বন্ধু হয়ে আমাদের দাবী গুলো বাস্তবায়ন করতেন। আপনারা আওয়ামীলীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করেন। 

শিবির সভাপতি আরো বলেন, রাকসু নির্বাচন সেই প্রথমদিকে হওয়ার কথা। কিন্তু ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১ বছর হতে চললো এখনো কোনো অগ্ৰগতি নেই। গত ৩১ বছরে যেমন রাকসু নির্বাচন হয়নি, এবছরও একটা অপশক্তি কাজ করছে। যাদেরকে আমরা চিনে রাখছি। নির্বাচন না হলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ করবো।

এসময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, বিগত আওয়ামী প্রশাসনের সাথে বর্তমান প্রসাশনের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। দায়িত্ব গ্রহণ করার এক বছর 
হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয় নি। হলের ডাইনিং, লাইব্রেরি সংস্কার, মেডিকেল সেন্টার সংস্কার, শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসুর রোডম্যাপ এখনো প্রকাশিত হয় নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরামর্শ দিয়ে সহায়তা করছি। তারা যদি আমাদের দাবিগুলো মেনে কাজ না করে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। 

প্রসঙ্গত, স্টুডেন্ট সলিডারিটি প্রোগ্রামের অংশ হিসাবে শিবিরের একটি বিশাল মিছিল রাবি কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বুদ্ধিজীবি চত্বরে এসে শেষ হয়। মিছিলে শিবিরের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্তিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়