প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে রাজধানীর সাত কলেজ

ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা।

পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষে রাজধানীর সাত কলেজে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই (বুধবার) থেকে ১২ জুলাই (শুক্রবার) পর্যন্ত কলেজগুলোর সকল ক্লাস ও পরীক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। ছুটি শেষে ১৫ জুলাই (সোমবার) থেকে যথারীতি নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হবে।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র সরকারি ছুটির দিনগুলোতেই কলেজ বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে অফিস ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। ফলে শিক্ষকদের অফিস কার্যক্রম এবং জরুরি প্রশাসনিক দিকগুলো অব্যাহত থাকবে।

রাজধানীর সাত কলেজ হচ্ছে  ঢাকা কলেজ,ইডেন কলেজ,সরকারি তিতুমীর কলেজ,সরকারি বাঙলা কলেজ,কবি নজরুল সরকারি কলেজ,বেগম বদরুন্নেসা সরকারি কলেজ,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ছুটি শিক্ষার্থীদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে। দীর্ঘ এই বিরতিতে শিক্ষার্থীরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়