প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউবি ইইউ-অর্থায়নে MAGENDA প্রকল্পের অধীনে 'শিক্ষার্থীদের বিষয়ে লিঙ্গ সমতা আনয়ন' শীর্ষক কর্মশালা  অনুষ্ঠিত 

মোঃ হাফিজুর রহমান (গাজীপুর) 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আজ MAGENDA প্রকল্পের অধীনে আন্তর্জাতিক 'শিক্ষার্থীদের বিষয়ে লিঙ্গ সমতা আনয়ন' শীর্ষক এক আন্তর্জাতিক কর্মশালা অনলাইনে অনুষ্ঠিত হয়। এটি ইউরোপীয় ইউনিয়ন-অর্থায়িত MAGENDA প্রকল্প (MAintain GENDer Equality in Academia)-এর অংশ। আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত Zoom প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই কর্মশালায় এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার ব্যবহারিক কৌশল নিয়ে আলোচনা করেন।

এই কর্মশালাটি 'লিঙ্গ সমতা অনুশীলন (Gender Equality Practice) "সিরিজের চতুর্থ আয়োজন, যা MAGENDA প্রকল্পের Task ১.১ এর আওতায় অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পে বাংলাদেশ, নেপাল এবং ইউরোপের বিভিন্ন দেশের ১০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম জড়িত। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন, নেপালের ফার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির (FWU) অধ্যাপক নির্মলা থামি। তিনি সংবিধানিকভাবে লিঙ্গ সমতার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, 'নেপালে লিঙ্গ সমতার একটি জাতীয় নীতি আছে যা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত এবং FWJ এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের একটি জেন্ডার নীতি তৈরি করেছে।' তার বক্তব্যে প্রাণবন্ত আলোচনা সৃষ্টি হয়। বাউবি MAGENDA টিমের গবেষক ও আইকিউএসি পরিচালক অধ্যাপক সিরাজুল ইসলাম তার বক্তব্যের প্রশংসা করেন এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ-সংবেদনশীলতা প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরেন।

ড. মো. মিজানুর রহমান, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, বাউবি MAGENDA এর এক প্রশ্নের উত্তরে FWU-এর অধ্যাপক ঘমতীর চন্দ জানান, 'FWU-এ এখনো বিশ্ববিদ্যালয়-পর্যায়ে একটি পূর্ণাঙ্গ জেন্ডার নীতি নেই, তবে বিভিন্ন বিভাগ তাদের নিজস্ব উদ্যোগে লিঙ্গ সমতা নিশ্চিত করতে কাজ করছে, বিশেষ করে STEM প্রোগ্রামে বৃত্তি প্রদানে।' তিনি আরও বলেন, 'নারী শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে যাতে তাদের সম্পৃক্ততা বাড়ে। বাউবি MAGENDA প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন তাঁর সমাপনী বক্তব্যে তথ্য-ভিত্তিক পন্থার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, 'লিঙ্গ-সংবেদনশীল ডাটা রক্ষণাবেক্ষণ, যেটি অধ্যাপক ধামিও উল্লেখ করেছেন, কার্যকর লিঙ্গ পর্যবেক্ষণ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

MAGENDA প্রকল্পের নেতৃত্বে রয়েছেন, নেপালের পোখরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নামরাজ ধামি। আর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। প্রকল্পের সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ও আজকের কর্মশালায় অংশগ্রহণ করেছে। আজকের আলোচনা শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জনে ইতিবাচক অগ্রগতি ও বিদ্যমান ঘাটতি-উভয়ই তুলে ধরে। অংশগ্রহণকারীরা এই মতামতে একমত হন যে, এমন আলোচনা বাস্তব প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রূপান্তর করতে হবে, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক শেখার পরিবেশ নিশ্চিত করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়