প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর পৌর-সভার ১৪ নং ওয়ার্ডের, হাসড়া, হারুকান্দি,মামুদ-পুরে শারদীয় দুর্গা-পূজা সম্পন্ন

বিশেষ, প্রতিবেদক, প্রবীর কুমার  তালুক দার সুজিৎ:

 বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫  বিজয়া দশমীর দিনে হিন্দু  সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হিসাবে পরিচিত শারদীয় দুর্গা-পূজা, ফরিদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের  হাসড়া, কেশব কুসুম  সেবাশ্রম দুর্গা-মন্দিরে বিগত ৩০ বছর ধরে পূজা  শুরু করে আসছে, আমাদের, বিশেষ প্রতিবেদক, প্রবীর কুমার তালুকদার সুজিৎ,সরে জমিনে গিয়ে আমাদেরকে জানান, গত ৫ দিন ধরে এই পূজা টা হয়। হাসড়া কেশব কুসুম দুর্গা মন্দিরের পক্ষ- থেকে থেকে ক্যামেরার সামনে বক্তব্য দেনঃ বাবু স্বপন কুমার শীল (সভাপতি), নিত্যানন্দ ব্রহ্মচারী (সেবায়েত, বাবু স্বপন কুমার শীল বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক, সঞ্জয় কুমার শীল সাধারণ-সম্পাদক, দীপু কুমার বসু,  দিপালী  রানী রায়, শিউলি রানী শীল  ফরিদপুর বাঁধন এন্টার-প্রাইজর স্বত্বাধিকারী, সীমা বসু, ও বৈশাখী সাহা, প্রমুখঃ পূজার  আয়োজনেঃ হাসড়া, হারুকান্দি, মামুদপুর, এলাকার সনাতনী ভক্তবৃন্দ, আরো জানা যায়, প্রত্যেকদিন পূজা শেষে মায়ের ভক্ত-বৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করেন, বিজয়া দশমীর, দিনে সন্ধ্যার পর থেকে মন্দিরে উপস্থিত সকল মহিলারা ও মেয়েরা সিঁদুর খেলে হাসিমুখে দুর্গা- মাকে বিদায় জানান। তারপর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে, এখানে পূজা- কমিটির পক্ষ থেকে জানিয়েছেন আগামীতে মায়ের পূজা  আরো ভালো  হবে, প্রশাসনের কড়া নিরা- পত্তায়, অনু-ষ্ঠানটি সুষ্ঠ ভাবেই সম্পন্ন  হয়েছে বলে  জানিয়েছেন। 

জাতীয় দৈনিক সরেজমিন বার্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়