প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় অপহরণের ২৪ দিন পর ৪ জনকে যশোর থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

শিমুল রেজা 

চুয়াডাঙ্গার জীবননগর থেকে অপহরণের ২৪ দিন পর ৪ জনকে যশোর ঝিকরগাছা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ কুল্লা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। 

গ্রেফতারকৃত করা হলো চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া  গ্রামের আব্দুল কাদেরের ছেলে বিল্লাল হোসেন, তার স্ত্রী সাগরিকা খাতুন ও একই উপজেলার কুল্লা গ্রামের রঞ্জন দেবনাথের ছেলে বিকাশ দেবনাথ।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামাল আল নাসের জানান, গত ১৫ অক্টোবর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন এলাকার গোয়ালপাড়া গ্রাম থেকে স্বর্ণের বার আত্মসাৎ এর ঘটনা ঘটে। এই ঘটনার পর একই এলাকার ৫ জন নিখোঁজ হন। পরে জীবননগর থানায় শওকত আলী নামের এক ব্যক্তি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে  যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজারীবাগ কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারের গোডাউনে অপহৃত ৫ ব্যক্তিকে আটক করে রাখে। জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার  করে। ঘটনার সাথে জড়িত থাকায় ১ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার ভিকটিমদের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা  পুলিশ হেফাজতে রয়েছে। উদ্ধারকৃতদের পরিবারের জিম্মায় দেওয়া হবে। তদন্ত শেষ হলেই অপহরণ রহস্য উদঘাটন হবে। এই ঘটনার সাথে অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃতরা হল জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আনারুল ইসলাম, হাসান মিয়া, আবুল হোসেন ও স্বপন ইসলাম। অপহরণের বাইশ দিন পর তাদের উদ্ধার করা

  • সর্বশেষ
  • জনপ্রিয়