প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা'র শনির আখড়ায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রিপন হাওলাদার: 

রাজধানীর শনির আখড়ায় র‌্যাব-১০ এর অভিযানে ২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল (০৫ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মোকতার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা গ্রামের বিয়াবটতল এলাকায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোকতার হোসেন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

র‌্যাব জানিয়েছে, মাদকদ্রব্য সমাজে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করছে। মাদকাসক্তি তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র‌্যাব-১০ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, “মাদক নির্মূলে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়