মোঃ রিপন হাওলাদার:
ঢাকা জেলার কেরাণীগঞ্জে বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে র্যাব-১০ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল (০৪ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে চারটার দিকে কেরাণীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়।
অভিযানে প্রায় ১২ হাজার ৬০০ টাকা মূল্যের ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোঃ ইমরান (৩০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার পিতা মোঃ আবু কালাম এবং বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার দওপাড়া এলাকায়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইমরান দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়” — বলেও র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক বিবৃতিতে উল্লেখ করেন।
র্যাব-১০ ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।