মোঃ রিপন হাওলাদার:
রাজধানীর সবুজবাগ থানায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি মোঃ মাইনুদ্দিন মোহন (৩০)কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। র্যাব সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ঢাকায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৩ আসামির অবস্থান শনাক্ত করে এবং পরবর্তীতে র্যাব-৮-এর সহযোগিতায় বরিশালে ৩ নভেম্বর ২০২৫ দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ২০১৮ সালে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে সবুজবাগ থানায় মাইনুদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২০২৪ সালের ২৮ মে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে র্যাব-৩ তথ্যটি র্যাব-৮-কে সরবরাহ করে। এর ভিত্তিতে বরিশাল জেলার কোতয়ালী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত মাইনুদ্দিন মোহনকে নিয়মিত আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
র্যাব-এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধী দমনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে অটল ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।