প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা'র দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রিপন হাওলাদার:

ঢাকা জেলার দোহারে পৃথক একটি অভিযানে ২৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলহাজ মোল্লা (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল (০২ নভেম্বর ২০২৫) রাত ৮টা ১৫ মিনিটের দিকে দোহার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় প্রায় ৭৮ হাজার ৯শ টাকা মূল্যের হালকা কমলা রঙের ২৬৩ পিস ইয়াবাসহ আলহাজ মোল্লাকে আটক করা হয়। তিনি ঢাকা জেলার দোহার থানার ল²ীপ্রসাদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব জানায়, আলহাজ মোল্লা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে দোহারসহ আশপাশের এলাকায় সরবরাহ করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোহার থানায় মামলা দায়ের করে আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক সমাজের ভয়াবহ ব্যাধি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অটল র‌্যাব-১০ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রেস বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়