প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

মোঃ আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের ঘাটাইলে এক পাষণ্ড পিতার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে তিন বছরের শিশুকন্যা তোয়া। রবিবার (২ নভেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর রাতেই ঘাতক পিতা মুক্তার হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরিটিও।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তার হোসেন পেশায় রাজমিস্ত্রি। ভাই মারা যাওয়ার পর তিনি তার ভাইয়ের স্ত্রী রুমিকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান জন্ম নেয়, তোয়া তাদের ছোট মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, মুক্তার হোসেন প্রায়ই ছোট মেয়ে তোয়ার উপর রাগ ঝাড়তেন। ঘটনার রাতে তোয়া মায়ের সঙ্গে বিছানায় ঘুমিয়ে ছিল। হঠাৎ আধা ঘুমন্ত অবস্থায় মুক্তার ঘরে ঢুকে মেয়ের বুক ও পেটে ছুরিকাঘাত করে। এতে তোয়ার পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মুক্তার হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং আগেও শিশুকন্যাকে হত্যার চেষ্টা করেছিলেন। তবে কী কারণে তিনি মেয়ের উপর এমন ক্ষোভ পোষণ করতেন, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি।

ঘটনার খবর পেয়ে ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, “আমি ঘটনাস্থলে গিয়েছি। আসামি আটক আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,সে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তবে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়