প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার

এনামুল হক আরিফ 

ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া 

পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক কারবারে ধস নামছে, তৎপর আশুগঞ্জ থানা পুলিশ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ থানার সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনারামপুর এলাকায় টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে চলাচলকারী এক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার হয়।
মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কালো রঙের Suzuki Gixxer মোটরসাইকেলও জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম।
গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ সাগর আহম্মেদ (২৮)
পিতা—নুর হোসেন, মাতা—খাদিজা আক্তার,সাং—খড়কী নোয়াপাড়া, থানা—মাধবপুর, জেলা—হবিগঞ্জ।২️⃣ রফিকুল হাসান সাব্বির (২০)পিতা—ফোরকান হোসাইন, মাতা—রোকসানা আক্তার,সাং—পিপড়াখালী সিকদার বাড়ি, থানা—মির্জাগঞ্জ, জেলা—পটুয়াখালী।অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান,
“আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তজেলা মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা সীমান্তবর্তী জেলা থেকে মাদক এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।”তিনি আরও বলেন,“আশুগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে, এবং যারা এই নেশার ব্যবসায় যুক্ত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
মামলার অগ্রগতি
ঘটনার পর আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সোনারামপুর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই এলাকায় কিছুদিন ধরে বাইরের জেলার অচেনা যুবকদের আনাগোনা ছিল। স্থানীয়দের ধারণা, তারা মাদক পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। পুলিশের এ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।একজন স্থানীয় ব্যবসায়ী বলেন,“এলাকায় অনেক দিন ধরে বাইরের কিছু মানুষ মোটরসাইকেল নিয়ে আসা-যাওয়া করছিল। আমরা সন্দেহ করছিলাম তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশ সঠিক সময়ে অভিযান চালিয়ে তাদের ধরেছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”উল্লেখ্য, সম্প্রতি আশুগঞ্জ থানা পুলিশের টানা অভিযানে এর আগেও একাধিকবার বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। অক্টোবর মাসে ১৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতারের পর নভেম্বরের প্রথম দিনেই আবারও ১৬ কেজি গাঁজা উদ্ধার করায় স্থানীয় প্রশাসনের তৎপরতা প্রশংসিত হচ্ছে।
মাদকবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্যে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, এই অভিযান চলমান থাকবে যতদিন না আশুগঞ্জকে “মাদকমুক্ত উপজেলা” ঘোষণা করা সম্ভব হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়