হাফিজুর রহমান গাজীপুর
র্যাব-১, সিপিএসসি, গাজীপুর কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ক্লুলেস ও চাঞ্চল্যকর রনি হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি হাড়িনাল, গাজীপুর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফাহাদ সরকার টুটুল (৩১) 'কে গাজীপুর হতে গ্রেফতার।
গত ২৯ আগস্ট ২০২৪ ইং তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর সদর থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ০১ টি অজ্ঞাতনামা মৃতদেহ জিএমপি, গাজীপুর সদর থানার পুলিশ পেয়ে সুরত হাল রিপোর্ট প্রস্তুত করত ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। অজ্ঞাতনামা মৃতদেহ প্রাপ্তির সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী মোছাঃ সাবিনা আক্তার (৩৯) ও পরিবার সহ অন্যান্য সদস্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের পরিচয় সনাক্ত করেন এবং তাদের ধারণা গত ২৯/০৮/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকা হতে একই তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় অজ্ঞাতনামা আসামি/আসামিরা পারস্পরিক যোগসাজোশে ভিকটিম'কে হত্যা করে হত্যার রহস্য ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মৃতদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের বারান্দায় রেখে কৌশলে পালিয়ে গিয়াছে। ভিকটিমের পরিবারের ভাষ্য মতে ভিকটিমের শরীরের পিঠে, ঘাড়ে, দুই পায়ের উরুতে আঘাতের চিহ্ন রয়েছে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছাঃ সাবিনা আক্তার (৩৯) বাদী হয়ে জিএমপি, গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন। যাহা জিএমপি, গাজীপুর সদর থানার মামলা নং-২০, তারিখঃ ৩১/০৮/২০২৪ ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ পেনাল কোড রুজু হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামি/আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি/আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়ঃ আজ ০১ নভেম্বর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ১২.১৫ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রোক্ত ক্লুলেস মামলার তদন্তেপ্রাপ্ত আসামি ফাহাদ সরকার টুটল (৩১) পিতা-মোঃ বাশির সরকার, সাং-হাড়িনাল, থানা-সদর, জিএমপি, গাজীপুর, জিএমপি, গাজীপুর সদর থানাধীন মনুরখোলা এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি ফাহাদ সরকার টুটল (৩১)'কে আজ ০১ নভেম্বর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ১৩.৪৫ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর, জিএমপি, গাজীপুর সদর থানাধীন মনুরখোলা এলাকা হতে গ্রেফতার করতঃ তাহার দখল হতে ০২ টি মোবাইল ফোন, ০১ টি মোটরসাইকেল, ০১ টি চাইনিজ ফোল্ডিং নাইফ এবং ৫৭০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।