মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নের মেদিনীপাড়া গ্রামে একই রাতে পাঁচটি ঘরে সিঁধ কেটে সংঘটিত হয়েছে ধারাবাহিক চুরির ঘটনা। মঙ্গলবার গভীর রাতে (২৯ অক্টোবর) এ চুরির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গ্রামজুড়ে এখন ভয় ও আতঙ্কের ছায়া। চোরেরা কোনো ঘরই বাদ দেয়নি—একটির পর একটি বাড়িতে সিঁধ কেটে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের গভীরে সবাই ঘুমিয়ে থাকার সময় দুর্বৃত্তরা একযোগে একাধিক ঘরে প্রবেশ করে। ভোরে ঘুম ভাঙতেই গ্রামজুড়ে শুরু হয় চিৎকার–চেঁচামেচি, কে কার কী হারিয়েছে তা কেউ ঠিকঠাক বুঝে উঠতে পারেনি।
ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন—রহিম উদ্দিন, আজহার আলী, করিম মিয়া, জসিম উদ্দিন ও সালাম মিয়া। তাদের প্রত্যেকের ঘরেই নগদ টাকা ও গয়না চুরি হয়েছে বলে অভিযোগ।
চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, টহল পুলিশ থাকলেও এমন সাহসী চুরি অস্বাভাবিক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, দ্রুতই চোর চক্রকে শনাক্ত করা হবে।