মোঃ রিপন হাওলাদার:
ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কেচি, চোরাই মোটরসাইকেল এবং ১.৫০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোঃ শরীফুল ইসলাম @ ডন শরীফ (৩৮) ও তার সহযোগী মোঃ রায়হান মোল্লা (২৫)। তাদের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ডন শরীফ ২০১৮ সালে ফরিদপুরের ঝিলটুলীতে স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলারও প্রধান আসামি ছিলেন।
র্যাব জানায়, গত ২১ অক্টোবর ভোর ৬টার দিকে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাস (৩৫)-এর কানের দুল ছিনিয়ে নেয় দুটি মোটরসাইকেল আরোহী। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের হয় (মামলা নং-৬৫, তারিখ: ২২/১০/২০২৫, ধারা: ৩৯২)।
ঘটনার পর র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি এবং সোর্সের তথ্য বিশ্লেষণ করে গত ৩১ অক্টোবর সালথা থানা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যে ১ নভেম্বর খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই করে আসছিলেন এবং একইসঙ্গে মাদক ব্যবসায়ও জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি তাপস কর্মকার জানান, “দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাবের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও আহ্বান জানান— অপরাধ দমনে জনগণের সহযোগিতা র্যাবকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।