প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাপুরে স্কুল-শিক্ষকের বাড়িতে দিনের বেলায় চুরি

স্টাফ রিপোর্টার

মোঃ আমিনুল ইসলাম

টাঙ্গাইলের মির্জাপুর এক স্কুল-শিক্ষকের বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার (বাঁশতৈল ইউনিয়ন) বংশীনগর এলাকায় গত (২৯-অক্টোবর ২০২৫ ইং )বুধবার দুপুরে।

চুরির শিকার হয়েছেন স্থানীয় বংশীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিরাজ (৫২) ও তার স্ত্রী খাদিজা আক্তার (৫১) পেকুয়া জাগরণী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

দম্পতি প্রতিদিনের মতো ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরে এসে তারা দেখেন,ঘরের দরজার তালা ভাঙা এবং ভেতরের তিনটি ওয়্যারড্রোব ও একটি স্টিলের আলমারি,একটি কাঠের আলমার ভাঙা অবস্থায় পড়ে আছে। ঘরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন মালামাল।

তল্লাশি করে তারা দেখতে পান,আলমারি ও ড্রয়ার থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার, যার মধ্যে রয়েছে একটি সোনার সীতা হার,একটি স্বর্ণের চিক,এক জোড়া বালা,এক জোড়া চুড়ি,১০টি আংটি, দুটি চেইন,সাত জোড়া কানের দুল,একটি মাছ-আকৃতির রকেট চেইন, এক জোড়া জাপটা,এবং নগদ ২ লাখ ৬৫ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি।

চুরির ঘটনায় হতবাক শিক্ষক শাহজাহান সিরাজ বলেন,

আমরা প্রতিদিনের মতো স্কুলে ছিলাম। ফিরে এসে দেখি ঘরের তালা ভাঙা, সব জিনিস তছনছ করে দিয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা জানি না। স্থানীয়ভাবে খোঁজ নিয়েও কোনো তথ্য পাইনি।

তিনি আরও জানান, চোরেরা সম্ভবত তাদের অনুপস্থিতির সুযোগে দিনের বেলায় চুরি সংঘটিত করেছে। ইতোমধ্যে তিনি মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে বাঁশ তৈল পুলিশ ফাঁড়ি,ইনচার্জ বলেন,

অভিযোগটি পেয়েছি। তবে অভিযোগে চোর-দের নাম উল্লেখ না থাকায় তদন্ত ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিছুটা ব্যাঘাত ঘটছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চোর কে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। 

চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি  হয়েছে। স্থানীয়রা দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়