গোয়াইনঘাট প্রতিনিধি :: মোশারফ হোসেন
সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তাক্ত সংঘর্ষে আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়া ও নূর হোসেনের মধ্যে বাজারের দোকানের পেছনের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহত আল আমিনকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধারসহ দুইজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।