প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদক ব্যবসায়ী রাজন ও সহযোগী সোহাগ গ্রেফতার

মোঃ রিপন হাওলাদার:

রাজধানীর খিলগাঁও থানাধীন তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র-মাদক ব্যবসায়ী মোঃ রাজন (৪১) ও তার সহযোগী মোঃ সোহাগ (২৮)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩।

র‍্যাব জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁওয়ের তিলপাপাড়া ব্লক-এ, রোড নং-১২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাজনের বাড়ি ঢাকার খিলগাঁও থানার নন্দিপাড়ায়। তার বিরুদ্ধে ১টি অস্ত্র, ২টি মাদক ও ১টি চাঁদাবাজির মামলা রয়েছে। অপর আসামি সোহাগের বাড়ি নারায়গঞ্জের আড়াইহাজার থানার দাসিরদা গ্রামে। তার বিরুদ্ধেও ১টি মাদক ও ১টি মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে খিলগাঁওসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। তারা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-৩ এর পরিচালক এর পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, স্টাফ অফিসার (মিডিয়া) নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়