মোঃ রিপন হাওলাদার:
নরসিংদী থেকে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: ইউসুফ ফরাজী (৩৩)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ এবং র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টার দিকে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ইউসুফ ফরাজীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউসুফ ফরাজী মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার পুরাতন বাউশিয়া এলাকার মৃত আহাম্মেদ আলীর পুত্র। তার বিরুদ্ধে গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং- ১৮(২)২০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী সাজা পরোয়ানা জারি ছিল।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। অবশেষে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাবের দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।