প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ১৪৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রিপন হাওলাদার:

ফরিদপুরের কোতয়ালী থানাধীন শোপরামপুর এলাকা থেকে ১৪৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গতকাল সোমবার (২৮ অক্টোবর ২০২৫) রাত ৮টা ১৫ মিনিটের দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানার শোপরামপুর স্কুল সংলগ্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৪৪ হাজার ১০০ টাকার মূল্যের মোট ১৪৭ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদকসহ মো: টিটু জোয়াদ্দার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টিটু জোয়াদ্দার ফরিদপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম শোপরামপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদক সমাজের ভয়াবহ এক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়