মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
মঙ্গলবার ভোররাত জয়পুরহাট টু বগুড়া সড়কের শহরতলীর বরিতলা এলাকায় ঘটে গেছে এক রোমহর্ষক বাস ডাকাতির ঘটনা। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রাস্তার মাঝখানে ২টি বড় গাছ ফেলে দেয়।
গাছের বাধায় বাস থামতেই ছয় থেকে আটজন মুখোশধারী ডাকাত হাতে দা, রামদা ও আগ্নেয়াস্ত্র নিয়ে গাড়িতে উঠে যাত্রীদের মারধর ও আতঙ্ক সৃষ্টি করে সর্বস্ব লুটে নেয়। যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা।
স্থানীয়দের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। ডাকাতরা আশেপাশের এলাকায় আগেই অবস্থান নিয়ে গাছ কেটে ফেলেছিল। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ ও হাইওয়ে টহল দল পৌঁছালেও ডাকাতরা এর আগেই অন্ধকারে পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যে অভিযান শুরু করেছি, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
ভোরবেলা ওই সড়ক দিয়ে যাতায়াতকারী চালকরা জানিয়েছেন, “রাস্তায় গাছ পড়ে ছিল, মনে হচ্ছিল বড় কোনো দুর্ঘটনা হয়েছে। পরে জানতে পারি ডাকাতি হয়েছে।
এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত সড়কে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।