মোঃ রিপন হাওলাদার:
রায়ের সাত বছর পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মুকুল হোসেন (৪৮)কে রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
র্যাব জানায়, গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৪টায় র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুর এলাকার “দেশি আহার” রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আসামি মুকুল হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মুকুল হোসেন দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার বারকোনা গ্রামের সজীম উদ্দিনের পুত্র।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর রাজধানীর পল্লবী থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের হয় (মামলা নং-১৪(১০)১২)। পরবর্তীতে ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন (জিআর নং-৭২৮(১২))। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান করছিলেন। নিজের নাম-পরিচয় ও চেহারায় পরিবর্তন এনে সাধারণ মানুষের সঙ্গে মিশে জীবনযাপন করে আসছিলেন তিনি।
র্যাব-৩ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাবের এক কর্মকর্তা জানান,আইনের শাসন প্রতিষ্ঠায় র্যাব শুরু থেকেই মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।