সাজিদ আহমেদ,স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সাহেব আলী সিদ্ধিরগঞ্জ এলাকার চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসী। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ।
অস্ত্রসহ শোডাউন, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি থেকে শুরু করে মাদক বেচাকেনা—সব অপকর্মেই জড়িত ছিল সে। বিভিন্ন সময়ে তার বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালিয়ে গ্রেফতার এড়িয়েছে সাহেব আলী। তার বিরুদ্ধে নারী নির্যাতন, ডাকাতি, অস্ত্র, হত্যার চেষ্টা ও সরকারি কাজে বাধা প্রদানসহ মোট ২০টি মামলা রয়েছে।
আজ দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানানএর আগে র্যাব-১১ এর বিশেষ অভিযানে সাহেব আলীর ছয় সহযোগীকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে ১৫ অক্টোবর সুনামগঞ্জের জামালগঞ্জ থানার মান্নানঘাট এলাকা থেকে সাহেব আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহেব আলী নারায়ণগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।র্যাব জানায়, এই সন্ত্রাসী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলছে।