প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই পদে ২০ বছর যাবত বহাল তবিয়তে।।

ঢাকা বিভাগীয় ভূ সম্পওি দপ্তরের ঢাকা  ডিভিশনের ফিল্ড কানুনগো জিয়ার খুটির জোর কোথায়?

মোঃ হাবিবুর রহমানঃ

ঢাকা বিভাগীয় ভূ সম্পত্তি দপ্তরের ঢাকা বিভাগের ফিল্ড কানুনগো জিয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। একই পদে ২০ বছর যাবত বহাল তবিয়তে। বাংলাদেশ রেলওয়ের দুইটি জোন পূর্ব/পশ্চিম এর মধ্যে চারটি ডিভিশন সিইও দুইজন ডিইও ছয় জন এইও পদ রেলভবনসহ দশটি এর মধ্যে নয়টি পদই খালি প্রকৌশলী দপ্তরের ডেপুটেশনের মাধ্যমে এইওর পদগুলো জোড়া তালি দিয়ে চালাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে। সার্কেল অফিসার রাজস্ব পদ মোট ১২ টি এর মধ্যে বারটি পদই শূন্য।এই শূন্য পদগুলো ফিল্ড কানুনগো থেকে প্রমোশন নেওয়ার জন্য ২০১০সাল থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার তাগিদ দেওয়া সত্বেও ফিল্ড কানুনগো জিয়া, গোলাম নবী ও মনোয়ার হোসেন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুল  দেখিয়ে যাচ্ছে। প্রধান ভ-ূসম্পদ কর্মকর্তা দপ্তর পশ্চিম স্বরক নং৫৪.০১.৮১০০.১৬৪.০৪.০৭৬.২৪/২৮৯(১)তারিখ ৩০/৭/২০২৫ইং বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের ফিল্ড কানুনগো পদ হতে সার্কেল অফিসার রাজস্ব পদে পদোন্নতির জন্য এসি আর বার্ষিক গোপনীয় অনুবেদন প্রেরণ প্রসঙ্গে চীফ পারসোনাল অফিসার এর পত্র নং ৫৪.০১.৮১০০.১৬০.০৩.১১১.২২.তারিখ ২৬/৯/২০২৩ইং। একই দপ্তরের ৫৪.০১.৮১০০.১৬৪.০৪.০৭৬.২৪/২০৯ তারিখ ২৮/৫/২০২৫পত্রের মাধ্যমে কমিটি কর্তৃক বাংলাদেশ রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগের ফিল্ড কানুনগো পদ হতে সার্কেল অফিসার রাজস্ব পদে পদোন্নতির জন্য যে সকল প্রার্থী গণের চাকরি কাল ৮ বছর পূর্ণ হয়েছে সে সকল প্রার্থী গনের জ্যৈষ্ঠতার তালিকা ও যাচাই বাছাই করার নিমিত্তে ৫ বছর(২০২০-২০২৪)এর এসি আর  বার্ষিক গোপনীয় অনুবেদন এ দপ্তরে প্রেরনের জন্য বলা হলেও অদ্যবতী পর্যন্ত তা পাওয়া যায়নি বলে উল্লেখ করেন। ফিল্ড কানুনগো জিয়াকে উক্ত দপ্তর বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও তা তিনি কর্ণপাত করেননি। এদিকে জিয়া চলতি বছরের প্রথমদিকে রাজশাহী ডিভিশনের পাকশি বিভাগ হইতে ঢাকা বিভাগে ভ-ূসম্পদ দফতরে বদলী হয়ে আসার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জিয়া সদ্য বিদায়ী ভূ সম্পদ কর্মকর্তা নাসির উদ্দিনকে ম্যানেজ করে ঢাকা-টঙ্গী, ঢাকা-নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় কৃষি বাণিজ্যিক ও ক্ষতিপূরণ লাইসেন্স দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাষারা হতে আদমজী সাইডিং লাইন গোদনাইল মৌজার কৃষি লাইসেন্স দিয়েছে যা সিটি কর্পোরেশন এলাকায় নীতিমালা আছে টেন্ডার দিয়ে বাণিজ্যিক লাইসেন্স দিতে হয়। ফিল্ড কানুনগো জিয়া সদ্য বিদায়ী বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা নাসিরুদ্দিন ও ভূ সম্পদ দপ্তরকে  ম্যানেজ করে কৃষি লাইসেন্স দিয়েছেন যাহা সরকার  হারিয়েছেন কোটি কোটি টাকার রাজস্ব। বর্তমানে ওই স্থানে কৃষি লাইসেন্স নিয়ে বাণিজ্যিক মার্কেট গড়ে তুলেছেন যা বাণিজ্যিক মার্কেট উপযোগী মাস্টার প্ল্যান না করে কৃষি লাইসেন্স প্রদান করেন যা ১০ বছরের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এদিকে টঙ্গী আরিজপুর ব্রিজ এর সাথে যেখানে রেলওয়ে প্রকল্পের ৫০০ ফিট জায়গার মধ্যে প্রকল্পের কাজ চলমান সেখানে বাণিজ্যিক লাইসেন্স টেন্ডার না দিয়ে ৭০০০ বর্গফুট ১৬ শতাংশ জায়গা লাইসেন্স প্রদান করেন। যা ১৯৯০ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত কৃষি খাজনা আদায় করেছে বাণিজ্যিক খাজনার না নিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা ডিইও নাসির উদ্দিন ফিল্ড কানুনগো জিয়া হাতিয়ে নিয়েছে বলে একাধিক সূত্রে জানা যায় । ফিল্ড কানুনগো জিয়া রেলওয়ে পাকশি বিভাগে বিভিন্ন জায়গায় ক্ষতিপূরণ চালু করেছে সেই সূত্রে ঢাকায় আবার ক্ষতিপূরণ চালু করেছে বলে জানা যায়। পাকশী বিভাগে তার এহেন কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি মূলক একাধিকবার শোকজ ও চারসিট প্রদান করেন কর্তৃপক্ষ। এদিকে রাজধানীর প্রাণ কেন্দ্র কাওরান বাজার এফডিসি গেইট সংলগ্ন মাছের আড়ত গত ১৯/৬/২৫ ইং তারিখ ডিইও মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরকৃত দুইটি কৃষি  লাইসেন্স থেকে পত্র নং শ্রেণী পরিবর্তিত বাণিজ্যিক মামলা নং -ডিইও/ঢাকা /ভাড়া আদায়/তেজগাঁও /২২৬/পাট-১/ সূত্র:ডিইও/ঢাকা /কৃষি তেজগাঁও /২২৬ পত্রমূলে জেলা ঢাকা থানা তেজগাঁও স্টেশন /এলাকা  তেজগাঁও মৌজা কাওরান বাজার  জে এল নং০৭ খতিয়ান নং ৩ দাগ নং৬৫৬.৬৫৭.৬৬১ এর  অংশে অবস্থিত কৃষি কাজে লাইসেন্স কৃত ভূমির পরিমাণ ০.০৬ একর উহার অভ্যন্তরে ৮৪০বর্গফুট রেল ভূমি ও তেজগাঁও রেলওয়ে স্টেশন ইয়ার্ড এলাকা আপনাদের যৌথ নামীয় ০.০৮৬৬ একর রেলওয়ে কৃষি ভূমি লাইসেন্স পরিবর্তিত বাণিজ্যিক মামলা নং ডিইও/ঢাকা /ভাড়া আদায় /তেজগাঁও /২২৬/পাট -১/১০৮১তারিখ ৮/৯/২০২৫ইংযৌথ নামে অনুমতি পত্র বাতিল করেন লাইসেন্স গ্রহিতা রমজান আলী গং এর নিকট থেকে কানুনগো জিয়া প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে সূত্রে জানা যায় । ইতিপূর্বে বেআইনিভাবে কানুনগো জিয়া কৃষি লাইসেন্স ব্যক্তির নামে প্রধান ভূ সম্পদ কর্মকর্তাকে অবগত না করে কানুনগো জিয়া তাদের নামে নামজারি করে দিয়েছেন বলে অফিস সূত্রে  জানা যায় ফিল্ড কানুনগো জিয়া রাত এগারোটা বারোটা পর্যন্ত বহিরাগত দের নিয়ে অফিসে আড্ডা ও চা চক্রের আয়োজন করে। এ বিষয়ে প্রধান ভূ সম্পদ কর্মকর্তা পূর্ব এর সাথে যোগাযোগ করিলে তিনি বলেন অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন যদি বিন্দুমাত্রায় প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সদ্য বিদায়ী ভূ সম্পদ কর্মকর্তা নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সরেজমিন বার্তা কে বলেন "কানুনগো জিয়া আমাকে ভুল ব্যাখ্যা দিয়ে ইয়ার্ড এলাকায় দুটি কৃষি  লাইসেন্স থেকে বাণিজ্যিক লাইসেন্স রমজান আলী গং কে প্রদান করান পার্শ্ববর্তী মাছের ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের তোপের মুখে আমি লাইসেন্স দুটি বাতিল করি" এদিকে নাম প্রকাশ না করা সত্বে একাধিক ঢাকা বিভাগীয় ভূ সম্পদ দপ্তরের আমিন এই প্রতিবেদক কে জানান "আমাদের সিনিয়র কানুনগো উনারা যদি প্রমোশন নেন তাহলে আমরা আমিন থেকে কানুণগো পদে পদোন্নতি পেতে পারি কেন তারা প্রমোশন নিচ্ছেন না তা আমাদেরকে ভাবিয়ে তোলে আমরা অচিরেই ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ বরাবর আবেদন পেশ করব"। এ বিষয়ে ঢাকা বিভাগীয় ভূ সম্পদ দপ্তরের কানুনগো জিয়ার সাথে ফোনে যোগাযোগ  ও তার দপ্তরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যাই নি। এদিকে ঢাকা বিভাগীয় ভূ সম্পদ কমকর্তা শিমুল কুমার শাহার সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সরেজমিন বার্তা কে জানান "আমি সদ্য এই দপ্তরে যোগদান করেছি কাগজ পত্রে কোন প্রকার অনিয়ম থাকলে আমি যথাযথ ব্যবস্থা নিব"।

  • সর্বশেষ
  • জনপ্রিয়