মনির হোসেন বিল্লাহ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়নে মো. মিন্টিজ ওরফে শাজাহান (৩৫) নামে এক চোর সরদারের দুই চোখ উপড়ে নেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার জেরে তার শ্বশুরের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্বশুর সফিউল্লাহ (৬৫) বুধবার (১৫ অক্টোবর) দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের চর গ্রামে মিন্টিজের শ্বশুর সফিউল্লাহর বসতঘরে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগে সফিউল্লাহ উল্লেখ করেন, গত ২ মার্চ ২০২৫ সালে তার জামাতা মিন্টিজ ওরফে শাজাহানের দুই চোখ উপড়ে নেওয়া হয়। পরে মিন্টিজের মা নুরভানু ৮ মার্চ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ স্থানীয় লোকমান মাওলানার ছেলে সাকিবকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সাকিব জামিনে মুক্ত হয়ে পুনরায় তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় সোমবার দুপুরে সাকিব, বাবুল, জিহাদ সহ ১০/১২ জন মিলে তার ঘরে হামলা চালায় বলে জানান সফিউল্লাহ।
তিনি আরও বলেন, “ওরা ঘরে ঢুকে আমার মেয়েকে ও আমার স্ত্রীকে মারধর করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে একটি মোবাইল সেট, আট আনি ওজনের স্বর্ণের চেইন এবং দুই জোড়া কানের দুল নিয়ে যায়।”
এ ঘটনায় আহত সফিউল্লাহর মেয়ে কুলছুম বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, “আমার দুলাভাইয়ের চোখ উপড়ে নেওয়ার ঘটনার মামলা করায় আসামিরা জামিনে বের হয়ে আমাদের কাছে চাঁদা দাবি করছিল। টাকা না দেওয়ায় আমাদের বাড়িতে হামলা চালায়। পরে চাচা আজিজল এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এখন আমরা নিরাপত্তাহীনতায় আছি।”
এ বিষয়ে অভিযুক্ত সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা লোকমান মাওলানা বলেন, “সফিউল্লাহ আমার জায়গায় বসবাস করেন। আমার ছেলে জায়গা ছাড়ার কথা বলেছিল, কিন্তু হামলা বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। তারাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”