এনামুল হক আরিফ
ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের অভিযানে ১৫০ বোতল স্কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) গভীর রাতে এই অভিযান পরিচালনা করে বিজয়নগর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রাত ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া তালগাছমুড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করলে তার হেফাজত থেকে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্কফ সিরাপ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কুদ্দুস মিয়া (৩০)।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কালাছড়া গ্রামের বাসিন্দা।
তার পিতা মিয়া চাঁন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কুদ্দুস মিয়ার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে স্কফ সিরাপ সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করতেন বলে পুলিশ ধারণা করছে।
ঘটনার বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত কুদ্দুস মিয়ার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।উদ্ধারকৃত মাদক: ১৫০ বোতল স্কফ সিরাপ
স্থান: কালাছড়া তালগাছমুড়া ব্রিজ, বিষ্ণুপুর ইউনিয়ন, বিজয়নগর
গ্রেফতারকৃত: মোঃ কুদ্দুস মিয়া (৩০), পিতা মিয়া চাঁন, আইনি পদক্ষেপ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।