প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরফ্যাশনে চালক হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

মনির হোসেন বিল্লাহ, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় আরোহী মো. কালুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চরফ্যাশন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন গাছির মোটরসাইকেলে চড়ে দুলারহাট বাজার থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দেন মো. কালু। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ থাকেন। পরদিন সকালে উপজেলার আলীগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নূরেআলম পাটোয়ারীর বাড়ির পশ্চিম পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশ তদন্ত শেষে মোট পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আসামিরা হলেন—মো. মিলন, মো. জামাল, মো. ফিরোজ, মো. শাহাবুদ্দিন ও মো. মিন্টিজ ওরফে শাজাহান। চার্জশিটে বলা হয়, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা পথরোধ করে গামছা দিয়ে কালুর গলা পেঁচিয়ে হত্যা করে।

দীর্ঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। এতে মিন্টিজ ওরফে মো. শাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আর সাক্ষ্যপ্রমাণের অভাবে বাকি চারজনকে খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. হযরত আলী হিরণ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এএইচএম জাবেদ করিম। রায়ের পর অতিরিক্ত পিপি হযরত আলী হিরণ বলেন, “ন্যায়ের ভিত্তিতেই এ রায় দেওয়া হয়েছে। এতে নিহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।”

রায় ঘোষণার পর আদালতের বিচারক মো. শওকত হোসাইনকে ধন্যবাদ জানান স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ। তাদের মতে, দীর্ঘদিনের আলোচিত এ মামলায় আদালত সাহসী ও ন্যায়সংগত রায় দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়