এনামুল হক আরিফ
ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
বিজয়নগর থানার আওতাধীন ১০ নং পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্য পাড়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকার এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
তথ্য পাওয়ার পর আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ শিপন মিয়া (৩৫)-কে আটক করা হয়। তিনি একই গ্রামের আশু ভূইয়ার ছেলে।অভিযানকালে তার দেহ তল্লাশি করে ১,৯১৬ (এক হাজার নয়শত ষোল) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত শিপন মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক ব্যবসার অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে স্থানীয়ভাবে বিক্রি করতেন।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (নম্বর অমুক/২৫) দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ইয়াবাসহ বিভিন্ন মাদকের মূল উৎস শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জও জানান,“অভিযান পরিচালনার সময় আমরা তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নিয়েছি। এ ধরনের অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”স্থানীয়রা জানান, কামালমুড়া ও আশপাশের এলাকায় কিছুদিন ধরে মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে গিয়েছিল। পুলিশি তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালানের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম দমন করে আসছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরে বিজয়নগর উপজেলাতেই বিভিন্ন অভিযানে অন্তত ৫০ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।মাদকের বিরুদ্ধে চলমান এই কঠোর অভিযানে বিজয়নগর থানার পুলিশ ও আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ভূমিকা প্রশংসনীয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাধারণ মানুষ আশাবাদী যে, অচিরেই এ অঞ্চলে মাদক ব্যবসার শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে।