মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ সুমন আহম্মেদ
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকার লক্ষ্মীপূজার মেলায় ছুরিকাঘাতে রাব্বী ওরফে আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেলার গেট সংলগ্ন চরকগাছের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী ওরফে আব্দুল্লাহ (১৫) কাফাটিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরকগাছের পাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে রাব্বী গুরুতর আহত হলে উপস্থিত লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন (লুলু) বলেন, “ঘটনার সময় আমি বাসায় ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি মেলার চরকগাছের দায়িত্বে থাকা কমিটির সদস্যরা আহত রাব্বীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, “ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠানো হয়েছে। আমরা পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।”