প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে ইমো হ্যাকিং চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

ইউসুফ আলী 

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকিং চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রতারনা ও হ্যাকিং কাজে ব্যবহৃত ৩৫টি মোবাইল ও বিভিন্ন সিমকার্ড উদ্ধার করা হয়েছে। 
শুক্রবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 

পুলিশ সুপার জানান, লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দুরদুরিয়া ইউনিয়নের একদল হ্যাকার দীর্ঘ দিন ধরে ইমোসহ সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে কখনো সেনাবাহিনী কখনো পুলিশ সদস্যের পরিচয় দিয়ে এবং ছবি ব্যবহার করে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার  জেলার লালপুর এবং দুরদুড়িয়া ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে এ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়